সুস্বাগতম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত " বিশ্বপরিচয় " -এর এই ওয়েবসাইটে আপনাকে সুস্বাগতম জানাই। উপরে সূচিপত্র -এ বইয়ের সমস্ত অধ্যায় গুলি তা সে ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত পরপর পেজ হিসেবে সাজানো আছে। সেগুলো ক্লিক করলে পড়া যাবে। এই সাইটের বাঁদিকে ' ওয়েবের সূচিপত্র ' বিভাগে সমগ্র ওয়েবসাইটের পেজগুলি পেয়ে যাবেন। বইয়ের অধ্যায়ের পেজগুলিতে ক্লিক করে অধ্যায়গুলি পড়তে পারেন। এই ওয়েবসাইট সম্পর্কে জানতে পড়ুন ' ওয়েবসাইট সম্পর্কে ' । এই ওয়েবসাইট সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ক্লিক করুন সূচিপত্রের ' যোগাযোগ '- এ। এছাড়া সেখানে ও ' ফেসবুকে বিশ্বপুরিচয় ' বিভাগে এই ওয়েবসাইটের ফেসবুক পেজের হদিশও পেয়ে যাবেন। ধন্যবাদ।