ওয়েবসাইট সম্পর্কে

নমস্কার , আপনাদের সকলকে এই ফেসবুক পেজে/ ওয়েবসাইটে সু স্বাগতম জানাই। সারা বিশ্বের বিরলতম প্রতিভা , অন্যতম শ্রেষ্ঠ মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “ বিশ্বপরিচয় ” বাংলা বিজ্ঞান সাহিত্যের এক উল্লেখযোগ্য ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থটি রবীন্দ্রনাথ লিখেছিলেন তাঁর জীবন সায়াহ্নে এসে। বিশ্বভারতী গ্রন্থনবিভাগ থেকে এই বই প্রথম প্রকাশিত হয় ১৩৪৪ বঙ্গাব্দের (১৯৩৭ সালের) আশ্বিন মাসে। বইটি প্রকাশের সাথে সাথেই এর বিপুল চাহিদার জন্যে বইটি ওই বঙ্গাব্দের পৌষ মাসেই দ্বিতীয় সংস্করণ ও মাঘ মাসে পুনর্মুদ্রণ করতে হয়। এখানে উল্লেখ্য যে , বইটি উৎসর্গ করা হয় অন্যতম সেরা বাঙালি তথা ভারতীয় বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু-কে। এরপর বইটির বিভিন্ন সংস্করণ প্রকাশিত হয় আজও বাংলা বিজ্ঞান সাহিত্য জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই বইয়ে রবীন্দ্রনাথের বিজ্ঞান-চিন্তার সাথে যেমন পরিচয় লাভ করা যায় ঠিক তেমনি আধুনিক বিজ্ঞান গবেষণার পাশাপাশি প্রাচীন বা পুরাতন আমলের বিজ্ঞান গবেষণারও হদিশ পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলোই এই বইটিকে এক অনন...